ইংল্যান্ডের এজবাস্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে এখন দুই দেশের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। ইতিমধ্যে ম্যাচের টস হয়ে গেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।<br /><br />টাইগারদের খেলা দেখতে এজবাস্টনে বাংলাদেশি সমর্থকরা সকাল থেকেই গ্যালারি ভরিয়ে দিয়েছেন। ইংল্যান্ড বসবাসকারী বাংলাদেশিরাই নন, বাংলাদেশ থেকেও শত শত টাইগারভক্ত গেছেন এ ম্যাচটি দেখতে। এমনকি এজবাস্টন থেকে ৮৮০০ কিলোমিটার দূরের শহর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছুটে এসেছেন বাংলাদেশের এক দম্পতি।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/510777